চৌগাছার 'মর্যাদ বাওড়ে' চলছে অবৈধভাবে বালু উত্তোলন
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সরকারি মর্যাদ বাওড়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। বাওড় থেকে দিনদুপুরে শত শত ট্রাক বালু উত্তোলন করা হচ্ছে।
উপজেলার পাতিবিলা, জগদীশপুর ও হাকিমপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে এবং ঝিনাইদহ জেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের একাংশে মর্যাদ বাওড়ের অবস্থান। এরমধ্যে পাতিবিলা ইউনিয়নের বাওড়ের বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি জমি রক্ষাবাঁধ, রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী বলছে এসব দেখার মতো কেউ নেই।
জানা গেছে, উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের শফিউদ্দীন শেখের ছেলে ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তৌহিদ শেখ, রাহুল আলীর ছেলে টিটো, পাতিবিলা মাঠপাড়ার মোসাফফের আলীর ছেলে ফারুফ আহমেদ, সাদেক আলীর ছেলে ইব্রাহিম হোসেন, হায়দার আলীর ছেলে লিটন হোসেন, আতিয়ার রহমান শেখের ছেলে মিঠু শেখ, রওশন আলী ও আলা উদ্দীনসহ তাদের লোকজন প্রতিদিন শত শত ট্রাক বালু উত্তোলন করছে বিক্রি করছে।
সরেজমিনে সরকারি মর্যাদ বাওড়ের গেলে চোখে পড়ে বাওড়ের এক অংশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। বালু তোলা লেবার জিয়ারুল ও কবির হোসেন নামের দুই ব্যক্তি। জানতে চাইলে তারা বলেন, অবৈধ ড্রেজার মেশিনটির মালিক পাতিবিলা গ্রামের আতিয়ার রহমান শেখের ছেলে মিঠু। তারা জানায়, এ বালু নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য স্বল্প খরচে বালু উত্তোলন করে তা তারা বিক্রি করেন।
অবৈধ ড্রেজার মেশিন মালিক ফারুক হোসেন বলেন, 'আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। বাওড়ে আমরা একাই না আরও অনেকেই অবৈধ ড্রেজার মেশিন চালাচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ড্রেজার মেশিন দিয়ে স্বল্প খরচে উত্তোলনকৃত বালু আমরা সরবরাহ করে থাকি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দিয়েছি। আবার যদি তারা এগুলো চালিয়ে থাকে তাহলে উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রম্নত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'