কাপ্তাই বিদু্যৎস্পৃষ্ট হয়ে দুই পিডিবির কর্মচারী আহত

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজার সংলগ্ন কর্ণফুলী পানি বিদু্যৎ কেন্দ্রের (কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালির ট্রলিতে কাজ করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদু্যৎকেন্দ্রে কর্মরত ফোরম্যান মো. ইব্রাহীম খলিল (৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদু্যৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরও জানান, এই ঘটনায় ফোরম্যান মো. ইব্রাহীম খলিলের মুখমন্ডলের চামড়াসহ মাংস পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে ইলেকট্রিসিয়ান (ডি) মো. আরমান স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন। কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদু্যৎকেন্দ্র হতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তার আঘাত গুরুতর না, কিন্তু তার হার্টের সমস্যা থাকায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।