বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ফরিদগঞ্জে অগ্নিকান্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে অগ্নিকান্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের আল মদিনা হাসপাতালের সামনে একটি টিনসেড মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজ, সাহাবুদ্দিন মাস্টারের ফার্নিচারের দোকান, আবুল কালাম আজাদের ভ্যারাইটিজ স্টোর, স্বপনের সেলুন, মাইনুদ্দিন পাটওয়ারীর ভ্যারাইটিজ স্টোর। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ৮টার সময় দোকান খুলতে এসে দেখি হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজ থেকে হঠাৎ করে আগুনের ধুয়া উঠছে।

মুহূর্তের মধ্যে আমার দোকানসহ আগুন দ্রম্নত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে