জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস আগস্ট উপলক্ষে ঢাকায় শোকর্ যালি করবে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকের্ যালি শুরু হবে। এরপর সেটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপস্নব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোকর্ যালির কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকের্ যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে থাকে আওয়ামী লীগ। আর সারাদেশে রাষ্ট্রীয় নানা আয়োজনে ১৫ আগস্ট পালিত হয় জাতীয় দিবস।