ডেঙ্গুতে একজনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ১৯৭ জন
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দেশে ফের একজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন রোগী।
চলতি বছরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতু্য হয়েছে ৫৭ জনের। এদের মধ্যে পুরুষ ৪৯ দশমিক ১০ শতাংশ এবং নারী ৫০ দশমিক ৯০ শতাংশ।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ দশমিক ১০ শতাংশ ও নারী ৩৮ দশমিক ৯০ শতাংশ।