'ঐবধৎঃনবধঃ ড়ভ ঐঁসধহরঃু' নু ওহঃবৎহধঃরড়হধষ ওহহবৎ ডযববষ চৎবংরফবহঃ গধসঃধ এঁঢ়ঃধ ও 'জবধপয ্ ওহংঢ়রৎব' নু ওহহবৎ ডযববষ উরংঃৎরপঃ ঈযধরৎসধহ ঝযধযধহধ অষধস ঘরৎলযধৎ (উরংঃৎরপঃ-৩২৮) -এই দু'টি মোটো সামনে রেখে বন্ধু দিবস উদ্যাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। মঙ্গলবার রাজধানীর বনানীতে এ উপলক্ষে আয়োজন করে তারা। একই দিনে ক্লাবের 'জেনারেল মিটিং ২০২৪-২০২৫' আয়োজন করা হয়। ক্লাবের পক্ষ থেকে জনসেবামূলক কাজের অংশ হিসেবে এদিন আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ২টি হুইল চেয়ারও প্রদান করা হয়। ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ এ সময় ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সব সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য। সংবাদ বিজ্ঞপ্তি