বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভেজা মাটিতে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

স্বদেশ ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
ভেজা মাটিতে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

বৃষ্টিপাতের কারণে ফসলি জমির মাটি এখন ভেজা। এ সময় ধান রোপণের জন্য উপযুক্ত। তাই তো আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর ধামইরহাট এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত সংবাদ-

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানিয়েছেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ধুমছে শুরু হয়েছে আমন ধান রোপণের মৌসুম। গ্রামবাংলার চিরচেনা দৃশ্যের মতো এখানেও মাঠজুড়ে দেখা যাচ্ছে কৃষকদের কর্মব্যস্ততা। বিভিন্ন গ্রামে এখন কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।

এই মৌসুমে আশানুরূপ বৃষ্টিপাতের ফলে আমন ধান রোপণের জন্য মাটি তৈরি হয়েছে বেশ ভালোভাবেই। সেই সঙ্গে সেচের সুব্যবস্থাও রয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তাই আমন চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিতেই ইতোমধ্যে চারা রোপণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলকোঠা গ্রামের স্থানীয় কৃষক আশরাফুল ইসলাম বলেন, 'এ বছর বৃষ্টিপাত ও সেচের ব্যবস্থা ভালো থাকায় আমন ধান রোপণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আশা করছি, এই মৌসুমে ফলন ভালো হবে এবং আমরা লাভবান হব।'

অন্যান্য কৃষকও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলছেন, আমন ধানের ফলন ভালো হলে তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং ঋণের বোঝা কমবে।

এদিকে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় শ্রমিকরাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে যাচ্ছেন তারা। শ্রমিক ইলিয়াস হোসেন বলেন, 'আমরা প্রতিদিন সকালে এসে কাজ শুরু করি এবং বিকাল পর্যন্ত আমাদের কাজ চলে। বৃষ্টিপাত ও সেচের সুব্যবস্থা থাকায় মাটি খুব ভালোভাবে তৈরি হয়েছে। ফলে রোপণে কোনো সমস্যা হচ্ছে না। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত না হওয়ায় পানি সংকট আছে, সেচ ব্যবস্থা বেশি জরুরি বলে মনে করছি।'

কৃষক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় ধামইরহাটে আমন ধানের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ। আবহাওয়া পরিবেশ অনুকূল থাকায় শ্রমিকদের কাজের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান, আমন ধান রোপণের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ এবং সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে, যা মোট অর্জনের ৫৫ ভাগ। সঠিকভাবে চাষাবাদ ও রোগবালাই প্রতিরোধের জন্য বিভিন্ন সময় কৃষক-কৃষণীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা হয়েছে। কৃষি উপ-সহকারীরা কৃষকদের কল্যাণে মাঠে দিনভর কাজ করছে।

আমন ধান চাষে প্রযুক্তির ব্যবহারের দিকেও নজর দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তির সাহায্যে ধানের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে, উন্নত মানের বীজ এবং সার ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে, যা ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

আমন ধানের উৎপাদন ভালো হলে কৃষকদের আয় বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে। স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধান সরবরাহ করা হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

ধামইরহাটের কৃষকরা আশাবাদী, এ বছর তারা আমন ধান থেকে ভালো উৎপাদন পাবেন এবং এটি তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে। তবে, আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে রোপা-আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় মাঠ শুকিয়ে যাচ্ছে। ফলে দ্রম্নততার সঙ্গে মাঠে নেমেছেন কৃষক। আমন ধান কেটে ঘরে তুলে জমিতে আলু, সরিষা আবাদ করবেন বলে আগাম জাতের ধান রোপণ শুরু করেছেন তারা। এর মধ্যে ব্রি-ধান ৯০,বিনা ১৭,ব্রি-৭৫, স্বর্ণা ৫, ধানী গোল্ড, ব্রি-ধান ১০৩সহ বিভিন্ন জাতের রয়েছে।

পৌর এলাকার মালিপাড়া গ্রামের কৃষক নূরুন্নবী (মিল্টন) জানান, এবার বৃষ্টিপাত কম হওয়ায় মাঠে পানি শুকিয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে নলকূপ থেকে পানি নিয়ে দ্রম্নত জমিতে ধান রোপণ করতে হচ্ছে। পৌর এলাকার কোড়লগাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম (তাইফুল) জানান, চলতি মৌসুমে তিনি ৩০ বিঘা জমিতে ধান রোপণ করছেন। ধান কেটে জমিতে আলু, সরিষা, গম আবাদ করবেন। গত বছর আমন মৌসুমে ধান কেটে প্রায় ২৩ বিঘা জমিতে আলু, সরিষা আবাদ করেছিলেন। এতে বেশ লাভবান হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান জানান, চলতি মৌসুমে প্রায় ১০ হাজার ৭৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৬৭৫ হেক্টর জমিতে ধান রোপণ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে