মৎস্য সপ্তাহ
ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'- এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের্ যালি, পোনামাছ অবমুক্তকরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন প্রমুখ।
প্রস্তুতি সভা
ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মাস্টার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকতিয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইনামুল হক, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন নেতা জাকির হোসেন।
অটোরিকশা ছিনতাই
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবেশে গন্তব্যে পৌঁছে চালককে ছুরি মেরে আহত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার উপজেলার বিনাইরচর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত অটোরিকশা চালক উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকার মিয়া হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪০) উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা নিয়েছেন। আহত ইকবাল হোসেনের ভাগিনা জামাল জানান, যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে ও মারপিটে আহত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। পরে পথচারীরা আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে এনে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা করান।
পোনামাছ অবমুক্ত
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র?্যালি, পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবারর্ যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, কৃষি কর্মকর্তা আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে ফলদ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, সহকারী আনসার কোম্পানি কমান্ডার ওমর ফারুক, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার পস্নাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।
নাশকতা প্রতিরোধে সভা
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জীবুন নিছা, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান প্রমুখ।
প্রথম সভা
ম তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এই প্রথম সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও ইউএনও সিফাত আনোয়ার তুমপার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, কৃষি অফিসার আবু জাফর ইলিয়াজ, পাঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার প্রমুখ।
ক্রেস্ট প্রদান
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে সফল পাঁচ ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এ ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, মুজাহার উদ্দিন, মজিবুর রহমান, নাসরা এগ্রো লি. হ্যাচারী ও জয়কালী মৎস্যজীবী সমবায় সমিতি লি। উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুলস্নাহ আল আলী প্রমুখ।
মৎস্য উপকরণ বিতরণ
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্যর্ যালি, মৎস্য উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।
কৃষি মেলা
ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
'কৃষিই সমৃদ্ধি' এই সেস্নাগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমশের জামান ভূঁইয়া রিটন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিম উর রউফ খানের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমিনা প্রমুখ। মেলায় ৯টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোয় বিভিন্ন ধরনের ফলদ, বনজ বৃক্ষ ও কৃষি সামগ্রী স্থান পেয়েছে।
ফুটবল টুর্নামেন্ট
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার পার্বতীপুর পৌর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর পার্বতীপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেমিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। এ সময় পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বরণ অনুষ্ঠান
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান মিজানুর রহমান। বুধবার সন্ধ্যায় সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ প্রিটন সরকারের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ২৮ জুলাই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউলস্নাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়।
কমিটি গঠন
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগামী ৩ বছরের জন্য ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন স্বাক্ষরিত প্যাডে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে এএইচএম ফিরোজকে সভাপতি, চয়ন সরকারকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান মানিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলায় মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইউনিয়নের শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়ারদ্দার, ইউপি সদস্য দেবাশিষ গায়েন, নীপা চক্রবর্তী, হরিদাস হালদার, আব্দুল জলিল, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্যর্ যালি
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারর্ যালি শেষে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আজাদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন প্রমুখ।
বর্ধিতসভা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কাশেম, জেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ কাওসার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সজিবসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বক্তারা বলেন, 'স্বাধীনতা পরবর্তী দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবলীগ বীরদর্পে রাজপথে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।'
সম্মাননা স্মারক
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সাবেক সভাপতি জিলস্নুর রহমান, সাংবাদিক মীর হান্নান, শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ সুলতান কবির, রাফছানজানী শুভ, আবু সুফিয়ান, সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, শহিদ আলম প্রমুখ।
শোক মিছিল
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক মিছিল বের করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আ'লীগের সম্পাদক মাঈন উদ্দীনের নেতৃত্বে বের হওয়া শোক মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে দলের শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোক মিছিলে 'জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়' সেস্নাগান দেওয়া হয়।
বৃক্ষরোপণ অভিযান
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাজিতপুর আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার ফারুক। আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষক রেহানা সিকদার, দলনেত্রী নাদিরা ইয়াসমিন শান্তা, পৌরসভা ৪নং ওয়ার্ড ভিডিপি দলনেতা জুবায়ের আহমেদ প্রমুখ।