বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজনের প্রাণহানি

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় দুইজন, শেরপুরের নকলায় পিকআপ ভ্যানের চাপায় মহিলা এবং দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের হেলপার নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোলপস্নাজা এলাকায় নিয়ন্ত্রণ হারানো অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ চালক ও হেলপারের মৃতু্য হয়েছে। গত বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও হেলপার জয় চন্দ্র দাসের (১৮) মরদেহ উদ্ধার করে।

নরসিংদীর শিবপুর উপজেলার শরীফপুর গ্রামের সাগর চন্দ্র দাসের পুত্র পলাশ ও তার ভাই স্বাধীন চন্দ্র দাসের পুত্র জয়। পিকআপটিতে লটকন বহন করে নিয়ে যাচ্ছিলেন তারা। শ্রীনগর ফায়ার স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে অভিযুক্ত যানটি শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় পিকআপের চাপায় শাপলা (২৫) নামে দুই সন্তানের জননীর মৃতু্য হয়েছে। শাপলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় আলম মিয়ার স্ত্রী। এ ঘটনায় তার ৩ বছরের শিশু সন্তান তাওহীদসহ সমেজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকার চিথলিয়া বাজারের আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে। ঘাতক পিকআপসহ চালক জুবায়ের মুন্সিকে (২৭) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাপলার শিশু সন্তান তাওহীদকে নিয়ে চিথলিয়া বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শেরপুর থেকে আসা নকলাগামী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শাপলা ও তাওহীদকে চাপা দেয়। এরপর কিছু দূরে থাকা বৃদ্ধ সমেজ মিয়াকেও চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যান। স্থানীয়রা আহত শিশু তাওহীদ ও সমেজ মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, নকলার চিথলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শাপলা নামে একজন নারী মারা গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে দাঁড়িয়ে থাকা এক ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মো. সোহাগ (২৩) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে বীরগঞ্জ পৌরশহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের তানজিমুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনার ঘটে। সোহাগ ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা।

বীরগঞ্জ থানার এসআই রাজেকুল ইসলাম জানান, গভীর রাতে বীরগঞ্জ পৌর শহরের তানজিমুল টাওয়ারের সামনে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকে থাকা হেলপার সোহাগ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে