নিরপরাধ শিক্ষার্থী হয়রানি হলে সহায়তা করবে হাবিপ্রবি প্রশাসন

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

হাবিপ্রবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে সহায়তা করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞাপ্তিতে উলেস্নখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাবিপ্রবি'র কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় হাবিপ্রবির কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে। এ লক্ষ্যে তাদের প্রক্টর এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত নয় এমন নিরপরাধ শিক্ষার্থীরা যেন অযথা হয়রানির শিকার না হয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি হয়রানির শিকার হয়, তাহলে সেই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে হাবিপ্রবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ রয়েছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি হয়রানির শিকার হয়, তাহলে প্রক্টর অফিসে জানালে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সেই সঙ্গে সব শিক্ষার্থীকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিরপরাধ কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।