বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চিলমারীতে জোবায়ের হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
চিলমারীতে জোবায়ের হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে জোবায়ের আমিন (১৯) নামে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের পর হত্যাকান্ডের অভিযোগে মামলা করেন স্বজনরা। তবে এ ঘটনার ১৩ দিন পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এতে বিক্ষুদ্ধ সহপাঠী, স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করে। পরে উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন এসে বিক্ষোভকারীদের দাবির প্রতি সর্মথন জানান। এ সময় তিনি অভিযুক্তদের দ্রম্নত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

নিহতের চাচা জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর হত্যাকান্ডের আলামত থাকা সত্ত্বেও অভিযুক্তদের আটক করা হয়নি। তিনি দ্রম্নত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে