'হালদার মা মাছ রক্ষায় দুই পাড়ে পাহারাদার দেওয়া হবে'
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীর সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র ঘোষিত বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা নদীর মা মাছ, ডলফিন তথা হালদার জীব বৈচিত্র্য রক্ষার্থে নদীর দুই পাড়ে পাহারাদারের ব্যবস্থা করা হবে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বর্ণাঢ্য র?্যালি ও পুকুরে হালদার পোনা অবমুক্তকরণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামানের উপস্থাপনায় সম্প্রতি হালদায় বেশ কয়েকটি মা মাছ ও ডলফিন মারা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, হালদার মা মাছ রক্ষা করার প্রয়োজনীয়তা জানাতে মানুষের সচেতনতা জাগ্রত করতে চেষ্টা করতে হবে। অভিযানে যত বেশি জাল জব্দ হবে তত বেশি মাছের উৎপাদন বাড়বে। মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের হালদার প্রতি অভিযানের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি হালদার শাখা খালগুলোতে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাছ চাষের উপযোগী করতে একটি বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী হালদায় মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় মাছ চাষি ও ডিম আহরণকারীরা অমানবিক জীবনযাপন করছেন জানিয়ে তাদের ব্যাপারে চিন্তা করার দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সাংসদের। এছাড়া যেসব শিল্পকারখানার বর্জ্য শোধনে বাধ্যতামূলক ইটিপির নির্দেশনা থাকলেও করা হয়নি তার ব্যবস্থা নিতে সভাপতির প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, দূষিত সেই পানির কারণে শিকারপুর, বুড়িশ্চরসহ অনেক এলাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে ব্যারিস্টার আশরাফ উদ্দিন, সাজেদা বেগম, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।