কয়রায় ৩ নৌকাসহ ৭০ কেজি চিংড়ি জব্দ

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সুন্দরবনের অভ্যন্তরে ৩টি নৌকাসহ ৭০ কেজি চিংড়ি এবং ভেসাল জাল জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে জোলাখালী খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে। বনবিভাগের অভিযান জানতে পেরে অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকা, চিংড়ি ও জালসহ সরাঞ্জম জব্দ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক হাসানুর রহমান বলেন, বনবিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যাতে অসাধু জেলেরা সুন্দবনের সম্পদ ধ্বংস করতে না পারে।