উখিয়ায় হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদন্ড
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় ৩ ভাইকে হত্যার চেষ্টা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুলস্নাহ আল মামুন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ওই এলাকার আলী হোসেনকে ২ বছর, তার ছেলে নুরুল আবাছার নান্নুকে ৭ বছর ও আহমদ শরীফকে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাইরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণা শেষে সব আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মামলার বাদী হলেন সোনাইছড়ি গ্রামের সৈয়দ আলমের ছেলে মোবারক হোসেন।