বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
কাশিয়ানীতে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মাদক কারবারীসহ তিন জেলায় ৩ জন আটক

স্বদেশ ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
মাদক কারবারীসহ তিন জেলায় ৩ জন আটক

মাদক কারবারীসহ তিন জেলায় মোট তিনজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী, নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের উপজেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা আটক হয়। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামী উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মুন্সিপাড়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো তথ্য জানায়নি পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর থেকে ফেনসিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।

র্

যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহর্ যাব।র্ যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বৃহস্পতিবার সকালের্ যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ শ্রমিক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার ফান্দাউক ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

আটক শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন ফান্দাউক ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। তিনি ফান্দাউক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন তোফাজ্জল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তোফাজ্জলের ঘরে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তোফাজ্জলের বিরুদ্ধে নাসিরনগর থানায় আগেও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।

নাসিরনগর থানার ওসি নূরে আলম বলেন, শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।

জানা গেছে, উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আকবর হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহবুদ্দিন মোলস্নার সঙ্গে প্রতিবেশী আশ মুন্সী ওরফে বিবার মুন্সীর ছেলে জাহিদ মুন্সীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওই গ্রামের ইউপি সদস্য তার ভাই আজিজুর রহমার আজু মেম্বর ও তার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহবুদ্দিন মোলস্নার (৫৮) বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালি দেয়। একপর্যায়ে শাহবুদ্দিন ও তার স্ত্রী নূরের নাহার বেগমকে (৪৮) মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান আজু (৩৮), মো. জাহিদ (৩৫) ও হাবিবুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে। কাশিয়ানী থানার ওসি জিলস্নুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে