বগুড়ায় স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী।
এদিকে নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। অন্যদিকে, টাঙ্গাইলের ভূঞাপুরে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ার কাহালু উপজেলার লোহাজান গ্রামে বুধবার রাতে পারিবারিক বিরোধে স্বামীর হাতে শান্তনা বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। স্ত্রীকে হত্যার পর ঘাতক হাতেম আলী বৃহস্পতিবার ভোরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, হাতেম আলী দিনমজুরের কাজ করতেন। নরহট্ট ইউনিয়নের লোহাজান গ্রামে একটি মৎস্য খামারে প্রহরী হিসাবেও ছিলেন। পুকুরপাড়ের ঘরে পরিবার নিয়ে থাকতেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ঘটনার সময় বুধবার রাতে সন্তানরা বাড়িতে ছিল না। গভীর রাতে পারিবারিক বিরোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতেম আলী তার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে কাহালু থানায় গিয়ে স্ত্রীকে হত্যার বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দিয়ে হাতেম আলীকে আদালতে পাঠানো হয়েছে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্ণীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নয়ন শেখ (২৫) নামে একজন যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সবুজ কাজী (৩০) নামে অপর এক যুবক আহত হন। নিহত নয়ন বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নয়ন তার সহযোগী সবুজকে নিয়ে মোটর সাইকেলে নয়নের অসুস্থ স্ত্রীকে দেখতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যাচ্ছিলেন। তারা একই গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই গ্রামের গোলজার ও প্রভাত শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর জখম করে। এলাকাবাসী আহত নয়ন ও সবুজকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার সকালে ফাঁসিতে ঝুলে এক কলেজছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের দুলাল মন্ডলের ছেলে মঞ্জুর কাদের (১৯) নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তার বাবা রিকশাচালক রিকশা নিয়ে ঘাটাইলের ধলাপাড়া যান। সেখানেই তিনি মোবাইলে সংবাদ পেয়ে এসে ছেলেকে মৃত দেখতে পান। প্রতিবেশীদের ধারণা প্রেমঘটিত বিষয় থাকতে পারে।
থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।