টাঙ্গাইলে আগস্ট মাসজুড়ে কালোব্যাজ ধারণের কর্মসূচি

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে আগস্ট মাসব্যাপী কালোব্যাজ ধারণের কর্মসূচি উদ্বোধন করেন মাভাবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন -যাযাদি
টাঙ্গাইলে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগস্ট মাসব্যাপী কালোব্যাজ ধারণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মু্যরালের সামনে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগেও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে।