বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নে সাড়ে তিন বছর মেয়াদি ইএলএমসি প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ এবং বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে সব বৈষম্য দূর করার উদ্দেশ্যে কাজ করে সংস্থাটি।
এ উপলক্ষে বুধবার সকালে গুলশানের হোটেল আমরিতে 'এমপাওয়ারিং লেফট বিহাইন্ড মাইনোরিটি কমিউনিটি (ইএলএমসি)' প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহীন আনাম নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন; কেয়া খান মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; মো. সাইদুর রহমান মহাপরিচালক, এনজিওএবি; ডা. গাজী মো. সাইফুজ্জামান মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সংবাদ বিজ্ঞপ্তি