বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বিমান বাহিনীর সবুজায়ন উদ্যোগের উদ্বোধন

  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
বিমান বাহিনীর সবুজায়ন উদ্যোগের উদ্বোধন

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়া ও জলবায়ুর বিরাট নেতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। পৃথিবীব্যাপী ব্যাপক বৃক্ষ নিধন এবং নতুন বনায়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হিসেবে পরিচিত হলেও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এদেশেও সমানভাবে প্রতীয়মান। এ অবস্থায়, বাংলাদেশে সবুজায়ন কর্মসূচির গুরুত্ব পরিবেশগত উদ্বেগের ঊর্ধ্বে; এটি টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সদর দপ্তরে 'সবুজায়ন উদ্যোগ-২০২৪' এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 'সবুজায়নে সঞ্চারিত হোক টেকসই পরিবেশের বিকাশ' সবুজায়নের এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হচ্ছে।

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত সবুজায়ন কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়াও, অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান সদরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে