পুরস্কার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪-এর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমেদ কামরুল হুদা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া। উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হক, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।
কমিটি ঘোষণা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষক লীগের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নুরুল আনোয়ারকে সভাপতি ও সাগর মিত্রকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি সফিউল কালাম চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, মো. আবু তাহের, মো. শামসুল আলম পাবন, নুর মোহাম্মদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম মনি, মোজাফফর আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল মুনসুর সেলিম, মো. আহমদুলস্নাহ চৌধুরী, মো. রায়হান তালুকদার, দপ্তর সম্পাদক কফিল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু গৌতম পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান, ভূমি বিষয়ক সম্পাদক সজিব বড়ুয়া।
ভবন উদ্বোধন
ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাসের সঞ্চালনায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কালিয়া পৌর মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, মিডিয়া কর্মীসহ স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রস্তুতিসভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস এবং ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা সভা কক্ষে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলনকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা যুব অফিসার রাজু আহমেদ, দেবোত্ত ইউপি চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম চঞ্চল, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জহুরুল হক ও সুলতান মাহমুদ প্রমুখ।
সমন্বয় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পর নওগাঁর পোরশা উপজেলা পরিষদের সমন্বয় সভা ও একই সাথে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বরণ করা হয়েছে। সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন এবং চতুর্থবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করেন ইউএনও আরিফ আদনান। এ সময় ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাসিক সভা
ম বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া ইসলাম, বেড়া নাগরিক কমিটির সভাপতি জনাব আল মাহমুদ সরকার, আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ওসি আনোয়ারুল ইসলাম, আমিনপুর মাসুন্দিয়া চেয়ার ম্যান শহিদুল হক শহিদ।
জাতীয় মৎস্য সপ্তাহ
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
মাছে উদ্বৃত্ত আটঘরিয়া উপজেলা আরও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বুধবার মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। আরও ছিলেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাংবাদিক ইয়ামিন হোসেন, মো. মাসুদ রানা, নুরুল ইসলাম।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার আলী মোলস্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন প্রমুখ।
মুরগি বিতরণ
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
'আত্মকর্মসংস্থানে মুরগি পালি, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'- এই সেস্নাগানকে সামনে রেখে বুধবার কাজিপুরসহ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ৬৫৫ জন সুবিধাভোগীর মধ্যে জনপ্রতি ১৫টি করে মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আহসান, ভেটেনারি সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, সুলতানা হক। পরে অতিথিরা সুবিধাভোগীদের মধ্যে মুরগির বাচ্চা বিতরণ করেন।
বাড়িতে ডাকাতি
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দল মহিলাসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে কামরুল, মোতালিবের মেয়ে মিথিলা (২২) চাচাতো ভাই শুভকে (৩০)। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ফাটানো হয়েছে মুহুর্মুহু ককটেল। সংবাদ পেয়ে ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
মতবিনিময় সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল রিফাতের সঞ্চালনায় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাশ বলেন, কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে তিনি সবার মতামত গ্রহণ করবেন। তিনি সবার সহায়তা চান। অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালালউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন আল রশিদ, নির্বাচন অফিসার মো. হাচেন উদ্দিন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি চৌধুরী নিক্সন ২০২৪ সালে ভাঙ্গা উপজেলা থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ফুলের তোড়া তুলে দেন।
প্রস্তুতিমূলক সভা
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মোর্শেদা খানম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. সেলিম মোলস্না প্রমুখ।
চারা বিতরণ
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ ও ৬ প্রজাতির ১৪ শতাধিক ফলজাত চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৭টি কৃষক পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ স্বাধীনতা মঞ্চে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সঞ্চালনায় আরও অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সদ্যবিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকরা।
মাসিক সভা
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অফিসার্স ক্লাব হল রুমে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টেুা, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সাংবাদিক শিবু চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নির্মাণ কাজ উদ্বোধন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
কোটা আন্দোলনের কারণে দেশের প্রতিকূল অবস্থার মধ্যেও দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় থেমে নেই উন্নয়নমূলক কাজ। পৌর মেয়র মো. আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে চলেছে সব উন্নয়নমূলক প্রকল্পের কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর ড্রেনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার পৌর মেয়র মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সাংবাদিক এম এ আলম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তিনি পৌর মেয়র প্রার্থী থাকাকালীন সময়ে এই ড্রেনটি পুনর্নির্মাণ করার প্রতিশ্রম্নতি দিয়েছিলেন। তার প্রতিশ্রম্নতি মোতাবেক ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লাবাহিত পানি নিষ্কাশিত হবে। পৌর মেয়র মো. আমজাদ হোসেন বলেন, তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করতে চান।
সভা অনুষ্ঠিত
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পর্যায়ক্রমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম।