বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শেরপুরে বাড়িতে গাঁজা চাষ, অভিযানের খবরে সপরিবারে পলায়ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
শেরপুরে বাড়িতে গাঁজা চাষ, অভিযানের খবরে সপরিবারে পলায়ন

বগুড়ার শেরপুর উপজেলার একটি গ্রামে বসতবাড়িতে গোপনে গাঁজার চাষ করেন সাইফুল ইসলাম নামে এক মাদকসেবী। এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজার গাছটি উদ্ধার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে সাইফুলসহ তার পরিবারের সব সদস্য পালিয়ে যান। গত রোববার রাতে সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই গ্রামের হযরত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ ফুট উচ্চতার ওই গাঁজার গাছটি উদ্ধার করে। যার ওজন চার কেজি।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, সাইফুল ইসলাম গোপনে তার বসতবাড়ির পেছনে গাঁজার চাষ করতেন। রোববার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান তিনি। বাড়ির ভেতরে চারপাশে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ পাওয়া যায়। গাছটি জব্দ করা হয়েছে। সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে