মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপির ব্যক্তিগত উদ্যোগে দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই খাদ্যসামগ্রী বিতরণ হয়।
এ সময় মেহেরপুর শহর ও শহরের বাইরের এক হাজার দুস্থ মানুষের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, মুরগি, মাছ, লবণ, আলু ইত্যাদি।
বিতরণকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন বলেন, কয়েকদিন ধরে দেশের স্বার্থে জরুরি অবস্থা জারি ছিল। তাতে দিনমজুর ও দুস্থ মানুষের জীবনমানে কিছুটা অসহায়াবস্থা বিরাজ করছিল। এমন অবস্থায় জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ ছাত্রলীগের সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা প্রমুখ।