কোটা সংস্কার আন্দোলন

সাতকানিয়ায় রাজপথে না থাকায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ও কোটা সংস্কার আন্দোলনের নামে সৃষ্ট সহিংসতা প্রতিরোধে সাংগঠনিক কোনো ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ না করায় চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ এরফানুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ২০২৩ সালের এপ্রিল মাসে মোহাম্মদ নাজিম উদ্দীনকে সভাপতি ও বেলাল উদ্দীনকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট বাজালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেয় উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কমিটি অনুমোদন পরবর্তী দুই মাসের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। নতুন এ কমিটির মেয়াদ শেষ না হতেই ১৫ মাসের মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাজালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, 'কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা ঠেকাতে নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে আমরা সার্বক্ষণিক রাজপথে ছিলাম। এমনকি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্ব নাশকতাকারীদের প্রতিরোধে চট্টগ্রামে অনুষ্ঠিত সমাবেশও অংশগ্রহণ করেছি। তবুও এক প্রভাবশালী নেতার ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কমিটি বাতিল করা হয়েছে।' উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ শান বলেন, 'কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি-জামায়াত সহিংসতা চালিয়েছে। এসব সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছে। তবে বাজালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিকভাবে কোনো ভূমিকা পালন করেনি। এমনকি তারা রাজপথেও ছিল না। তাই সিনিয়র নেতৃবৃন্দের নিদের্শক্রমে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে দ্রম্নত সম্মেলনের মাধ্যমে পুনরায় কমিটি ঘোষণা করা হবে।'