রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 'চারঘাটের মাটিতে অবৈধভাবে একটি পুকুরও খনন করতে দেওয়া হবে না। যারা অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করেন।'
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধ পুকুর খননকারীদের সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ পুকুর খননকারীদের কোনো ছাড় নয়। চারঘাটের যে এলাকায় পুকুর খনন করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার জন্য এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল ইসলাম মামুন, পৌরসভার মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি, নারী ভাইস চেয়ারম্যান জমেলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার ফৌজদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উলস্নাহ মোলস্নাহ, চারঘাট মডেল থানা ওসি সিদ্দিকুর রহমান, উপজেলা জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা প্রমুখ।
এর আগে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার এলজিইডি হাইজিন কর্নার উদ্বোধন করেন- শাহরিয়ার আলম এমপি। উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠান শেষে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি চারঘাটে ক্যানসার, ডায়াবেটিকসসহ জটিল রোগে আক্রান্ত ৪৫ জন অসহায়কে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন। পরে তিনি চারজন নৃ-গোষ্ঠীকে বাইসাইকেল, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এডিপি প্রকল্পের আওতায় ৩২টি সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন।