নলডাঙ্গায় কৃষকের ফসল কেটে নষ্টের অভিযোগ
প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় আজিম উদ্দিন নামের এক কৃষকের বপন করা ৪০ শতক জমির পাট কেটে নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মজি, হাসিবুলসহ ৫ জনের বিরুদ্ধে। উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের স্ত্রী ছবি বেগম বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামের পৈতৃক সূত্রে পাওয়া ৪০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল কৃষক আজিম উদ্দিন। এ জমি নিজেদের দাবি করে দখলের হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ মজি ও তার স্বজনরা। এ জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২১ জুলাই প্রতিপক্ষরা জমিতে বপন করা পাট কেটে নষ্ট করে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।
নলডাঙ্গা থানার ওসি মোনোরুজ্জামান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।