নেত্রকোনার আটপাড়ার দুওজ ইউনিয়নের মানিষা গ্রামে রোববার সকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ১ জন আহত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, মালদ্বীপ প্রবাসী মানিষা গ্রামের রাসুলের স্ত্রী শারমীন (৩২) একই গ্রামের জলিলের কাছ থেকে ১২০ শতাংশ জমি বন্ধক নেয়। বন্ধককৃত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান থাকার পর স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য মাতব্বরকে নিয়ে দরবার সালিশে টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে শারমীন জলিলের কাছ টাকা ফেরত চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুস সাত্তারের ছেলে মো. মুনসুর (৪০), মনতাজ উদ্দিনের ছেলে নিলু, রেজুয়ান খানের ছেলে জলিলগংসহ আরও অনেকেই দেশীয় অস্ত্রাদি নিয়ে শারমীনের ওপর অতর্কিত হামলা করে এবং তাকে শ্লীলতাহানির ও সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহত শারমীনকে স্থানীয় লোকজন আটপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং পায়ের ক্ষতস্থানের অবস্থা গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনায় পাঠান। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। কিন্তু থানায় সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আটপাড়া থানার কর্তব্যরত এসআই মো. শহীদুল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলেন।
স্থানীয় গ্রামবাসী ও আহত শারমীন বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমাকে একা পেয়ে তারা আমাকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টা করে। এরা এলাকার দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি জানাই।