দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দেশবরেণ্য নাট্যজন, শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দীনের স্মরণসভা।
এ সময় বক্তারা বলেন, 'কাজী বোরহান শুধু নবরূপীর নয়, জাতীয় সম্পদ ছিলেন, যা আমাদের গর্ব করার মতো। আমরা নাট্যজগতের একজন অভিভাবক হারিয়েছি। নাট্যজন কাজী বোরহান ছিলেন একজন মানবিক মানুষ। তিনি আজীবন স্মরণীয়, বরণীয় ও মানবতার মানুষ হিসেবে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।'
নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। নির্বাহী সদস্য মানস ভট্টাচার্য্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন- আজীবন সদস্য শাহ-ই-মবিন জিন্নাহ, প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, নাট্যব্যক্তিত্ব সম্বিত সাহা সেতু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সোনালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শামীম আজাদ সরকার, নাট্য অভিনেত্রী শিখা ঘোষ, সিরাজাম মনিরা, বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কাজী সাহেদ হাসান ফেরদৌস ও কাজী বন্যা আহম্মেদ প্রমুখ।