বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্বদেশ ডেস্ক
  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এ স্স্নোগানকে সামনে রেখে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনের্ যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, তাতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুলস্নাহ ছালেহ প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুরে উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিয়াতউলস্নাহ হোসেন মিয়া রাজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মৎস্য চাষি আইনাল হোসেন মজুমদার। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম প্রমুখ।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপস্নব চক্রবর্তী প্রমুখ।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী। এ সময় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় ৪ জনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে উপজেল নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ওসি পলাশ কুমার দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান নইমুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, জবাই বিল মৎস্য চাষ উন্নয়ন সমিতির নেতা মোন্তাজ আলী প্রমুখ।

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরামে ইউএনও আফরোজা হাবিব পাপলার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার। উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হরি কমল মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, বিসমিলস্নাহ ফিশারিজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলিস্নক। মৎস্য সম্পদের উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাফল্য তুলে ধরেন ইনস্টিটিউট'র লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান। শস্য মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষি ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শরিফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদু্যৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার। আরও বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারি প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমদাদ হোসেন বাবলু মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা লিপি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল প্রমুখ।

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, পুঠিয়া উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম রবি, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্বোধনী দিবসের কর্মসূচির মধ্যে ছিল-র্ যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ইত্যাদি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, কৃষি অফিসার ইমরান হোসেন।

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৮১ জন জেলেকে পরিচয়পত্র প্রদান করা হয়।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহা. রাসেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, আনসার ভিডিপি অফিসার সম্পা খানম, ওসি (তদন্ত) খোরশেদ আলম, কাশিয়ানী প্রেস ক্লাবের সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন মৎস্যজীবীকে সম্মাননা দেওয়া হয়।

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। পরে উপজেলার সেরা তিন মৎস্য খামারির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শামীমুল ইসলাম ছানা, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা হলরুমে ইউএনও ডালিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আফছার আলী। বিশেষ অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান রেদোয়ানুল কারীম, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোত্তালেব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন। এ ছাড়া সফল মৎস্য চাষি হুমায়ুন কবির জনি বক্তব্য রাখেন।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে ইউএনও মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহসিন মিয়া, ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মিয়া সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারুল, রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ প্রমুখ। এ সময় উপজেলার চারজন মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ইউএনও সিব্বির আহম্মেদের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহিবুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা খাতুন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মাধ্যমিক অফিসার কামরুল ইসলাম, ওসি রূপ কুমার সরকার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমপ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু প্রমুখ।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক নওশাদ আলী, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মৎস্যচাষি রুহুল আমিন প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, কৃষি অফিসার আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তানভীর হায়দার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রজিবুল ইসলাম।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার পলাশ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্য্যাডভোকেট ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী প্রমুখ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের নিকলী, বাজিতপুর ও কুরিয়ারচরে দিবসটি উপলক্ষ্যের্ যালি অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলায়র্ যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও পাপিয়া আক্তার, উপজেলা চেয়ারম্যান মোকারম সরদার, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাহের আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটি প্রমুখ।

এদিকে বাজিতপুরে ইউএনও ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন, উপজেলা চেয়াম্যান রেজাউল হক কাজল, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান গোলনাহার ফারুক, চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্‌ সেলিম যুবলীগের সভাপতি কবির হোসেন প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে ইউএনও তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউলস্নাহ শাফি প্রমুখ। পরে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা মৎস্য কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের একটি পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। পরে এক বর্ণাঢ্যর্ যালি আদালত সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলস্নুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল সালাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী সিরাজী, জেলা আ'লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেঘনা নদীতে নৌর্ যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময়র্ যালিতে জেলে ও তাদের পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে অংশগ্রহণ করেন। ভোলার দৌলতখান উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট থেকে শুরু হয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে পাতাল খাল মৎস্য ঘাটে এসে শেষ হয়। পরে ওই ঘাটের সড়ক থেকে আরও একটির্ যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্ব্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইনসহ প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তাশাম উল হক মীম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আকতার, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা মৎস্য সহকারী অফিসার আবুল কালাম আজাদ, মৎস্যচাষি ফারজান ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য নূরনবী চঞ্চল।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন। পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাল পালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার মিষ্টি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় অনুষ্ঠানে মৎস্যচাষি, ফিড ব্যবসায়ীসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি- পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। শহীদ জেহাবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুকবর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ, ওসি সুকান্ত সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস। ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেনের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, পলস্নী উন্নয়ন কর্মকর্তা নিছা, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যচাষি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে