কোটা সংস্কার আন্দোলনের নামে জায়ামাত-বিএনপির দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হামলা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ এনে লক্ষ্ণীপুরে প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। বুধবার শহরের বাগবাড়ী এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
এদিন উপজেলা পরিষদ চত্ব্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-লক্ষ্ণীপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, এবিএম গোফরান বাবু, সোহাগ পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, 'আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির-বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত। দেশের মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে জামায়াত-শিবিরের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলা করছে।'