বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বনজ, ফলদ ও ভেষজ চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ কর্মসূচি পালন করেছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারসহ জেলা ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সদর উপজেলা ও বিভিন্ন ক্লাব-সমিতি প্রাঙ্গণে ৭০৭টি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছের চারার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, বেল, চালতা, লটকন, ডালিম, বহেড়া, অর্জুন, গর্জন, আমলকি, নিম, আমড়া, তেঁতুল ইত্যাদি।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদসহ জেলা ও উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য ও ভিডিপি'র সদস্য- সদস্যারা।
জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ক্লাব ও সমিতিতে ৭০৭টি গাছের চারা রোপণ করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বুধবার দুপুরে জেলা কার্যালয়ের মাঠে লটকন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি'র সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান। এ সময় আনসার ও ভিডিপি'র সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসানুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম ও আসমাতুন নেহারসহ অন্যান্য কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অভিযানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ৭০৭টি চারা রোপণ করা হবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বুধবার সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ১০০ চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি'র প্রশিক্ষক নূর নবীসহ অন্য কর্মচারীরা।
উপজেলা আনসার ভিডিপি'র অফিস সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। সারাদেশের ন্যায় এ উপজেলায় ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির ১০০ চারা উপজেলার আনসার কোম্পানি কমান্ডার, দলনেতা-দলনেত্রী এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে বিতরণ করা হয়।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় বুধবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তাদের নিজ অফিস প্রাঙ্গণে এবং ক্লাব সমিতিতে ফলদ, বনজ ও ঔষধি ১২৫টি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুরু হোসেন নির্ঝর, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুনসহ বাহিনীর দলনেতা দলনেত্রী, আনসার কমান্ডার প্রমুখ।