টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়েরকৃত দুই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পাবনা এবং খুলনায় মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়েরকৃত দুই মামলায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে পৌর আ'লীগ নেতা আশরাফুলস্নাহ খান দীপুর দায়েরকৃত মামলায় ২০ জন, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার অভিযোগে পুলিশ দায়েরকৃত মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ২০২৩ সালের ৩১ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে ৭ শিক্ষার্থীরা হচ্ছেন- মেহেদী হাসান (২৩), নুরুন্নবী চৌধুরী শান্ত (২৫), তানভীর চৌধুরী প্রান্ত (২৪), রবিউল ইসলাম (৩৩), পার্থ (২৫), আলদ্বীন (২১) ও মেহেদী (২৭)। আটককৃত ৯ রাজনৈতিক কর্মীরা হচ্ছেন কালিহাতী উপজেলা জামায়াতের আমির এসএম এনামুল হক (৬৫), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুসা মোলস্না (৩২), গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার (৫৫), সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন (২৫), উপজেলা বিএনপির সদস্য কামাল (৫২), কোকডহড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান (৫৮), গোহালিয়াবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৩৩), বলস্না ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হায়দার আলী (৫২) ও এলেঙ্গা পৌর বিএনপি নেতা রুস্তম আলী (৬২)। আটককৃত অন্য ১০ জন হচ্ছেন- নাজমুল (২৫), চান মাহমুদ (৪০), বাবুল তালুকদার (৪৫), আহাদুলস্নাহ (৫৩), জাকির হেসেন সিদ্দিকী (৪৫), নজরুল ইসলাম (৪২), রফিকুল ইসলাম লাভু (৬৫), মমিনুল ইসলাম (৪০), আলমগীর হেসেন (৬০) ও ফরহাদ আলী ওরফে লাল মিয়া (৬৮)।
পাবনা প্রতিনিধি জানান, পাবনায় দেশীয় তৈরি একটি অস্ত্রসহ সনজু খান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছের্ যাব। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক সনজু খান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার খালিসপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে।র্ যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া বাজার এলাকার জনৈক আব্দুল বাতেন বিশ্বাসের 'স' মিলের সামনে থেকে সনজু খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান জব্দ করা হয়। বুধবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানানর্ যাব কর্মকর্তা।
খুলনা অফিস জানান, খুলনার্ যাবের অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-৬। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের উত্তর পাশে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মো. তুহিন হোসেন (২৭), পিতা মো. সামসুজ্জামান, গ্রাম পুটখালী (পশ্চিম পাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর। তার কাছ থেকে জালি বস্তায় রাখা ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।