চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে ১০০ কোটি ৪২ হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন।
এ সময় বাঁশখালী পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লাখ টাকা, রাজস্ব ১২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, প্রণব কুমার দাস, কাঞ্চন কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর বদিউল আলম, জামশেদ আলম, মো. ইসহাক, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি, রুজিনা আক্তার, আলহাজ আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, মো. আক্তার হোসেন, আবদুল গফুর প্রমুখ।
এ সময় পৌর মেয়র বলেন, 'সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থবছরের জন্য ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমি পৌরবাসীসহ সবার সহযোগিতা চাই।'