ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশার ধাক্কায় কিশোর এবং গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুহিত (১১) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কালিকচ্ছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিত উপজেলার কালিকচ্ছ গ্রামের মীর হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, বিকালে বাড়ির সামনে রাস্তার ওপর থেকে ফুটবল কুড়াতে অটোরিকশার ধাক্কায় মুহিত আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের বাইপাস ও বড় কাঞ্চনপুর এলাকায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ দুই যাত্রী আহত হন। নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দাপুর বিলবাড়িয়া এলাকার মৃত ফয়জুদ্দিনের ছেলে মিয়াজ উদ্দিন ও পাশের রশিদপুর দরগাচালা এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন।।
জানা গেছে, মফিজ উদ্দিন বুধবার অটোরিকশাযোগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া যাচ্ছিলেন। পথে তারা কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়কের বড় কাঞ্চনপুর এলাকার মৃধাবাড়ি মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মফিজ উদ্দিন নিহত হন। এ সময় অটোরিকশা চালক আনোয়ার হোসেন ও অপর যাত্রী আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
অন্যদিকে মিয়াজ উদ্দিন একই দিন সকালে পরিবারের কয়েকজনের সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি চাপায় মিয়াজ উদ্দিন মারা যান। পরে পরিবারের লোকজন লাশ তাদের গ্রামের বাড়ি বিলবাড়িয়া এলাকায় নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য জুবায়ের পালোয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে নিহতদের লাশের দাফন হয়।