বিদায় অনুষ্ঠান
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সরাবাড়িয়া গোরস্তান ও ঈদগাসংলগ্ন হাফিজিয়া ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাও. গোলাম মোস্তফার বিদায় উপলক্ষে বিদায়ি সংবর্ধনা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. মো. হোসেন আলী। উলেস্নখ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে উক্ত হেড মাও. গোলাম মোস্তফার দেড় বছরের কর্মকান্ড, প্রচেষ্টা ও সাফল্যের ওপর বক্তব্য রাখেন সদস্য আব্দুল মোতালেব, সদস্য ও আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মাওলানা রজব আলী, আব্দুস সালাম, জালাল উদ্দিন প্রমুখ। শেষে বিদায়ি হুজুরকে কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শফিউদ্দিন।
শুভেচ্ছা বিনিময়
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল। গত সোমবার বিকালে পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন। পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক, পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সভা অনুষ্ঠিত
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা আবু ইফসুফের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল হাসান বাবু, সাংবাদিক আলী নোয়াজ, আবুল কাসেম, বাহার উদ্দিন, মহসিন সাদেক ও সিইও আব্দুল মুকিত আল মামুন।
চিকিৎসাসেবা প্রদান
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালোড়া পৌরসভার হলরুমে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন পৌরসভার ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ। এ সময় ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, আতিকুর রহমান শিমু প্রমুখ। চক্ষু শিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থালমিড প্যারামেডিক জেম্স রজত। চক্ষু শিবিরে ১৬০জন চক্ষু রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সুপারি চুরি
রকচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া উপজেলার সহবৎকাঠি গ্রামের সম্মানকাঠির গোরাখাল এলাকায় সবুর খান বাবু (৩৮) নামে এক দোকান ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে গভীর রাতে মজুত থাকা শুকনা সুপারি চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরেজমিন গিয়ে দেখা যায় দোকানের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সবুর খানের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দোকানে না থাকার সুযোগে গভীর রাতে কে বা কারা তালা ভেঙে তার দোকানে প্রবেশ কওে ক্রয়কৃত তেতালিস্নশ হাজার ছয়শত টাকার সুপারি চুরি হয়ে গেছে। কচুয়া থানার মঘিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক মো. হাসেম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সাংবাদিক ও মৎস্য চাষিদের সঙ্গে মতবিনিময় করেন আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এ সময় ছিলেন আটঘরিয়ার সাংবাদিক নেতারা এবং মৎস্য চাষিরা। মতবিনিময়কালে উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। সপ্তাহের অন্যদিনের কর্মসূচির মধ্যে আছে ৩১ জুলাই বর্ণাঢ্যর্ যালি, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ, ১ আগস্ট অংশীজনদের সঙ্গে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা, ২ আগস্ট মৎস্য খাতের উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা, ৩ আগস্ট মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা, ৪ আগস্ট সুবিধাভোগীদের প্রশিক্ষণ ও ৫ আগস্ট মূল্যায়ন সমাপনী অনুষ্ঠান।
শিক্ষাবৃত্তি প্রদান
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল অ্যাডভান্সমেন্ট থ্রম্ন ইউনিটির (সেতু) শিক্ষাবৃত্তি পেয়েছে ১৮ জন অতিদরিদ্র শিক্ষার্থী। মঙ্গলবার শহরের সেতু টাওয়ারে আয়োজিত বুনিয়াদী কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। সেতুর কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।
বৃক্ষরোপণ অভিযান
ম নড়াইল প্রতিনিধি
'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা' এই স্স্নোগানকে সামনে নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৪-এর নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকালে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে বর্ণাঢ্যর্ যালি, আলোচনা ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজের ৭০৭টি গাছ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। আরও ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ জেলা কর্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন দলনেতা ও দলনেত্রীরা।
চারা রোপণ
ম গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আওতায় ২৩ আনসার ব্যাটালিয়ান বিভিন্ন প্রজাতির ১০০ বৃক্ষের চারা রোপণ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরতলীর বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন অফিস ক্যাম্পাসে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) মো. মনজুর মোর্শেদ। এরপর ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে সড়কের পাশে ও ব্যাটালিয়ন অফিস চত্বরে ১শ'টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মামুন হাওলাদার, কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান তুহিন।
আইনশৃঙ্খলা সভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, জুয়ার আসর, ইয়াবা, থানায় মিথ্যা মামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিসের নিরাপত্তার দাবি, জোরপূর্বক মৎস্য ঘের দখলের অপচেষ্টাসহ নানাবিধ আলোচনায় উঠে আসে। উপজেলা হলরুমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হছাইন মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী, আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন, ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, এম কাইয়ুম শাহ, আমিন শরীফ, সামশুল ইসলাম।
অ্যাম্বুলেন্সসেবা চালু
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা ৭নং ঘোগা ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্সসেবা চালু করা হয়েছে। নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা সহজিকরণে নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্সসেবা চালু করেছেন ইউপি চেয়ারম্যান শরিফ আহমেদ। সোমবার ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অ্যাম্বুলেন্সসেবা উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী রফিকুল ইসলাম।
মেলা অনুষ্ঠিত
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দিনব্যাপী ফলমেলা অনুষ্ঠিত ও শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু ও পুষ্টিকর ফল প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল ও সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম।
জনসচেতনতা কর্মশালা
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ প্রতিরোধ ও আরোগ্য লাভে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ও এনজিও সংস্থা প্রয়াসের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কুষ্ঠরোগের বিভিন্ন বিষয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক সার্ভিল্যান্স মেডিকেল অফিসার মফিজুর রহমান ফিরোজ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও এনজিও সংস্থা প্রয়াসের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হলে শারীরিক ক্ষতির পরিমাণ কমে আসে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠরোগীর চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তাই শরীরে অনুভূতিহীন যেকোনো ফ্যাকাসে দাগ হলে দ্রম্নত চিকিৎসকের কাছে যেতে হবে। এ ছাড়াও কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।
\হ
চারা রোপণ
ম পাবনা প্রতিনিধি
বজ্রপাত রোধে পাবনা সদর উপজেলার আতাইকুলায় ৪শ' তালগাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্র্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চারা রোপণকালে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দিন। এ সময় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্র্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী খানসহ কৃষক ও স্থানীয় ব্যক্তিরা।
সভা অনুষ্ঠিত
রকালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ কালিয়াকৈরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন। মঙ্গলবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাসহ অন্যান্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান করেছে খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপি কমান্ডান্ট মো. আরিফুর রহমানের (পিপিএম) নেতৃত্বের্ যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হয়। পাশাপাশি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আওতাধীন জেলার প্রতিটা উপজেলায় এ বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হয় এবং আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ছিলেন জেলা সহকারী কমান্ডান্ট রাকিবুল হক চৌধুরী, সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনসহ অন্যান্যরা।
প্রস্তুতি সভা
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, এসিল্যান্ড মো. তাসনিমুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহ নাওয়াজ বিপুল, জান্নাতুল ফেরদৌসী টুম্পা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর। এ সময় ছিলেন ওসি আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, মহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল আক্তার মিঠুসহ অনেকে।
সমাপনী অনুষ্ঠান
রঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঘোড়াঘাট এপির ১৭ বছরের উন্নয়ন কর্মসূচি অভিযাত্রা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশনের এই উন্নয়ন অভিযাত্রার সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সভায় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জাখারিয়াস গমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলামসহ অনেকে।