বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দুই জেলার সড়কে ২ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
দুই জেলার সড়কে ২ জনের মৃতু্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিকে বগুড়ার সোনাতলায় মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের জুরু আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বেেলন, কুট্টাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাদশা মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার সোনাতলায় মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বালুয়া ইউনিয়নের দিঘীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান (৬৫) উপজেলার দিঘীরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিঘীরপাড়া গ্রামের হান্নানের ছেলে পারভেজ (২৫), তার আপন চাচা টিপু সুলতানকে নিয়ে মোটর সাইকেলযোগে বালুয়াহাট যাচ্ছিলেন। এদিকে কানুপুর গ্রামের মাহবুবের ছেলে মামুন (২২) মোটর সাইকেল নিয়ে বড়িয়াহাটের দিকে যাওয়ার পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় টিপু সুলতান নিহত হন।

অপর দুইজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতলে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে