শেরপুরে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ি। রোববার রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকান্ডে বসতবাড়িতে রাখা ধান-চাল, টিনের চালা, আসবাবপত্রসহ অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তারা যাওয়ার আগেই বসতবাড়ির সিংহভাগ মালামাল পুড়ে ছাই। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন।