পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ থেকে ৫ শিক্ষার্থী আটক
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
পঞ্চগড় প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদসহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে জেলা কোটা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আসলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা পুলিশ বেষ্টনির মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সমাবেশের আগে ও পরে পাঁচ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বিক্ষোভ শুরুর আগে সাধারণ শিক্ষার্থীরা জজ কোর্ট এলাকা ও হাসপাতাল চত্বর এলাকায় জড়ো হতে থাকে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পাঁচ শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। প্রকৃত ছাত্রের বাইরে কোনো সম্পৃক্ততা না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।