বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

যে প্রজন্ম ভুল স্স্নোগান দেয় তাদের শিক্ষা দিতে আমরা ব্যর্থ -উপাচার্য ড. মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
যে প্রজন্ম ভুল স্স্নোগান দেয় তাদের শিক্ষা দিতে আমরা ব্যর্থ -উপাচার্য ড. মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, 'বঙ্গবন্ধু সারাটা জীবন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আর আজ আমরা শ্রেণি বিভক্ত সমাজ গড়েছি। যে প্রজন্ম আজ ভুল স্স্নোগান দেয় সেটি যেমন পরিকল্পিত তেমনি তার বুকে-মনে মুক্তিযুদ্ধের আদর্শ দিতে আমরা ব্যর্থ হয়েছি।'

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 'সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট' শীর্ষক মুক্ত আলোচনায় সম্মানিত আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, 'সাংস্কৃতিক আলোড়ন, সামাজিক জাগরণ, মুক্তবুদ্ধি ও ইতিহাস চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষ অশুভ শক্তিকে পদানত করতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সঠিক মেরামত যদি করতে হয় সেটি বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই হতে হবে।'

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি প্রমুখ। সঞ্চালনা করেন গৌরব '৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে