মোলস্নাহাটে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত আহত ২৫

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুইজনের মৃতু্য হয়েছে। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নতুন ঘোষগাতি এলাকার লাল মিয়া শেখের মেয়ে ফারজানা আক্তার নিশু (৩৭) ও একই উপজেলার রাজপাট এলাকার দুলাল খানের ছেলে অসীম খান (৪৫)। পুলিশ জানায়, রুপসী পরিবহণের ওই বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিল। এ সময় মোলস্নাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। ২৫ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই ফারজানা আক্তার নিশু নিহত হন। আর অসীমকে মোলস্নাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোলস্নাহাট হাইওয়ে থানার ওসি মো. নুরুজ্জামান শেখ বলেন, সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।