বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর

পটুয়াখালীর দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়ে ও স্কুল শিক্ষক বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে মাসুম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। রোববার উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে বাবা ও মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে উম্মে হানী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বখাটে যুবক মাসুম পথ আটকে প্রেমের প্রস্তাব দেয় এবং বলে প্রস্তাবে রাজি না হলে উঠিয়ে নিয়ে বিয়ে করবে। মাসুমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় উম্মে হানীকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করলে বাবা শাহ ইয়ার গাজী প্রতিবাদ করায় তাকেও মারধর করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মাসুমের বাবা লিটন খান বলেন, 'উত্ত্যক্ত বা শ্লীলতাহানির ঘটনা সম্পূর্ণ মিথ্যা উল্টো আমার ছেলেকে ওই মেয়ে প্রেমের প্রস্তাব দেয় আমার ছেলে তা প্রত্যাখ্যান করায় উল্টো আমার ছেলেকে তারা মেরেছে।'

দুমকি থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে