নীলফামারীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপনের জন্য উপকরণ বিতরণ করা হয় -যাযাদি
নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপনের জন্য বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭৬টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপনের এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণগুলো হলো- বাঁধা কপি, মুলা, পালং শাক, টমেটো, লাল শাক, লাউ, শিম, ডাটা শাক, ঢেরস, গীমা কলমি, পুইশাক, চাল কুমড়া, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা, বেগুন, পালং, শস্য, করলা, বরবটি ও মিষ্টি কুমড়ার বীজ, মাল্টা, সিড লেবু, বাতাবি লেবু, পেপে চারা, ভার্মি কম্পোষ্ট সার, নেট রশি, পানির ঝাজড়ি, সাইনবোর্ড, প্রদশর্নী রেজিস্টার এবং বীজ সংরক্ষণ পাত্র। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার বকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিব আবেদীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হান্নানসহ পারিবারিক পুষ্টি বাগান তৈরির কৃষকরা।