জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
'ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অফিসের উদ্যোগে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা-উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিক ও মৎস্যচাষিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গা জেলায় বার্ষিক মাছের চাহিদা ২৫ হাজার ৩৪৬ মেট্রিক টন। মাথাপিছু দৈনিক ৬৫ গ্রাম হিসেবে। জেলায় বার্ষিক মাছের চাহিদা ২৫ হাজার ২৪৬ মেট্রিক টন। এর বিপরীতে পুকুর, খাল, বিল-বাঁওড় নদী মিলিয়ে মাছ উৎপাদন হয় ২৩ হাজার ৬২৬ মেট্রিক টন। এ হিসাবে জেলায় বছরে মাছের ঘাটতি রয়েছে ১ হাজার ৬২০ মেট্রিক টন।
এ ছাড়া জেলায় চলতি বছরের হিসাব মতে মৎস্যজীবীর সংখ্যা ৫ হাজার ১১২ জন। মৎস্যচাষি রয়েছেন ৯ হাজার ৩১২ জন। এর মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্যচাষি ১ হাজার ৪৩০ জন। এতে মৎস্যজীবী ৪৪টি মৎস্যজীবী সমিতির আওতাভুক্ত হয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন।
মতবিনিময় সভায় আরও জানানো হয় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলার মৎস্যচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহজশর্তে ঋণ দেওয়া হয়ে থাকে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় জেলা মৎস্য অফিস। সভায় জেলা মৎস্য কর্মকর্তা দ্বীপক কুমার পালের সভাপতিত্বে ছিলেন জেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, জরিপ কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক ও মৎস্যচাষিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, আফজল হোসেন, জাকির হোসেন, মৎস্যচাষি শেখ ফরিদ, সুলতান মিয়া, বিশ্বজিৎ দাস প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক লালন প্রমুখ। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ মৎস্যচাষি ও স্মার্ট মৎস্যচাষিরা ছিলেন।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা মৎস্যভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমের পরিচালনায় বক্তব্য রাখেন যুব-উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক ময়নুল হক, গণমাধ্যমকর্মী আব্দুল আজিজ, মাৎস্যজীবী সুনীল কুমার হালদার, মৎস্যচাষি আবু শাহীন প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মীন মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ম সম্পাদক সুমন চন্দ্রসহ প্রেস ক্লাবের অন্য সদস্য ছিলেন।
ডোমার (নীলফামারীর) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ। সভায় ডোমার প্রেস ক্লাব, ডোমার রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ক্লাবের নেতারা ছিলেন। ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচার প্রচারণা, দ্বিতীয় দিন বুধবার শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। পোনা মাছ অবমুক্তকরণ এবং মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, তৃতীয় দিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে মৎস্যসম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, চতুর্থ দিন শুক্রবার উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর-জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং পরামর্শ প্রদান, পঞ্চম দিন শনিবার মৎস্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিন রোববার সুফল ভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং সপ্তম দিন সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামাণিকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স, সাংবাদিক কেএম বেলাল, মৎস্যচাষি শাহীদুর রহমান কয়েন, হ্যাচারি মালিক আবু বক্কর, মৎস্য খাদ্য ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন আক্তার বেগম বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের মধ্যে ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক ধ্রম্নব সরকার, আবিদ হাসান বাপ্পি, আল নোমান শান্ত প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মতবিনিময় সভা করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন। মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক বিপস্নব, সাংবাদিক ফকির এ মতিন, রফিকুল ইসলাম খান, শেখ আব্দুল আওয়াল, রোবেল মাহমুদ, তফাজ্জল হোসেন প্রমুখ।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে সভায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্টেক হোল্ডাররা ছিলেন।
মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, 'মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরই বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গোয়ালন্দে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, যুব-উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মৎস্য আড়তদার বাদল বিশ্বাস প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার শরিফুল ইসলাম, মৎস্যচাষি তারিক রিফাত প্রমুখ।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা দীপংকর চক্রবর্তী, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পংঙ্কজ কান্তি অধিকারী, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত সভায় মৎস্য উৎপাদন ও চাহিদা এবং মৎস্য বিভাগের গৃহীত নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার। বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও সংবাদকর্মী অংগ্য মারমা।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক এম ইউসুফ, সিনিয়র সাংবাদিক কাফি খান, হেলাল উদ্দিন নয়ন, খালেদ খুররম পারভেজ, মামুন আল গাইয়ুম, রিপন সারওয়ার, কামরুল হুদা আকন্দ বাবলু, হোসাইন সুলভ প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সৈয়দপুরের মাছ চাষের বিভিন্ন কার্যক্রম, বছরে মাছের চাহিদা, ঘাটতি, মাছচাষে উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজ। বক্তব্য রাখেন-অতি. কৃষি অফিসার শারমিন সুলতানা, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু-বিন-আজাদ, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি এমআর আলম ঝন্টু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, এমআর মোহসিন, মৎস্যচাষি বাদল প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পত্নীতলায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এ ছাড়া বক্তব্য রাখেন নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ অর্ষিনী কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, পলস্নী-উন্নয়ন কর্মকর্তা প্রলস্নাদ কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পার্বতীপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু জাফর মো. সায়েম। প্রধান অতিথি ছিলেন ইউএনও ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন মৎস্য খামার ব্যবস্থাপক মাহফুজুল হক। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে রাজস্থলী উপজেলা মৎস্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ৩০ জুলাই হতে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা, অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক সঞ্চয় চাকমা ও সাংবাদিকরা।
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামানের সভাপতিত্বে এবং ক্ষেত্র সহকারী অসীম চন্দ্র দে'র উপস্থাপনায় মতবিনিময় সভায় রামগঞ্জ উপজেলা মৎস্যচাষ বৃদ্ধিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, মৎস্যচাষি জাকির হোসেন, ফয়সাল আহমেদ নয়ন, সফিকুল ইসলাম, মৎস্য অফিসের অফিস সহায়ক আল আমিন রাসেদ প্রমুখ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। এ সময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়া ৭ দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে। এতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি তাইবুর রহমান, মতিউর রহমান, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, জুলহাস গায়েন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম শাফলু, সাইফুল ইসলাম সানি, আমিনুল ইসলাম হাবিব, শরিফুল ইসলাম বাবুল ও সোহেল রজত প্রমুখ।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রমেশ সরকার, তাসলিম কবির বাবু, ফরিদ আহমেদ রুবেল, শফিউল আলম ও শহিদুজ্জামান কালু।