বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কালিহাতীতে মা ও মামার হাতে মাদকাসক্ত যুবক খুন

কালিয়াকৈরে মেয়ের পিটুনিতে বাবার মৃতু্য পাঁচ জেলায় আরও ৫ অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
কালিহাতীতে মা ও মামার হাতে মাদকাসক্ত যুবক খুন

টাঙ্গাইলের কালিহাতীতে মা ও মামার হাতে মাদকাসক্ত যুবক খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন। এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে মেয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও চাঁদপুরের ফরিদগঞ্জে বিদু্যতায়িত হয়ে শিক্ষার্থীর মৃতু্য, কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অজ্ঞাত যুবকের ও সিলেটের ওসমানীনগরে ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃতু্য এবং ময়মনসিংহের ভৈরবে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামে অত্যাচার সইতে না পেরে মাদকাসক্ত আমিনুর (৩৫) নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে মা রোকেয়া ও খালাত মামা শরীফের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আমিনুর সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার মা ও মামাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে আমিনুর একজন মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক কেনার টাকার জন্য পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার করতেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত রোববার মা রোকেয়া বেগম, মামা উপজেলার রামপুর পুরাতন বাজারের মৃত আনছের আলীর ছেলে রমজান আলী, খালাত ভাই রামপুর পুরাতন বাজারের মৃত আবুবক্করের ছেলে শরীফসহ ৫-৬ জন ঘরের ভেতরে আমিনুরকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ওইদিনই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকালে আমিনুরের মৃতু্য হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে নিহতের বাবা শওকত আলী বাদী হয়ে মা রোকেয়া বেগমসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন। দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মেয়ের বিরুদ্ধে। ৯৯৯-এ কল পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জালুয়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার জালুয়াভিটি এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে মান্নান সরকার (৯৯)।

জানা গেছে, উপজেলার জালুয়াভিটি এলাকার মান্নান সরকার চার বিয়ে করেছেন। বর্তমানে দুইজন স্ত্রী জীবিত এবং দুইজন মারা গেছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার চার পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মান্নান সরকারের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ে মনোয়ারা বেগম ও তার ছেলে রাজীব হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ে মনোয়ারা তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করে বলে অন্য পক্ষের সন্তানদের অভিযোগ। পরে তাকে আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে যান মেয়ে মনোয়ারা ও তার ছেলে রাজীব। এরপর রাতে তারা আবার অ্যাম্বুলেন্সে মান্নান সরকারের লাশ নিয়ে বাড়িতে আসেন। এ সময় তার অন্য পক্ষের সন্তানরা ৯৯৯-এ ফোন দিয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জানায়। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তার মৃতু্য হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে বিছানার চাদর ও বালিশের কাভার আনতে গিয়ে বিদু্যতায়িত হয়ে মো. ইমন হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় ইউসুফ আবদুলস্না (১৩) নামে আরেক শিক্ষার্থী আহত হয়।

সোমবার বিকালে ইমন হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব ষোলদানা গ্রামে দারুসসুন্নাত মোহাম্মাদিয়া আয়েশা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন একই ইউনিয়নের হামছাপুর গ্রামের ফজল হক তৈয়বের ছেলে। আহত ইউসুফ ষোলদানা গ্রামের মনির হোসেনের ছেলে। দুজনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

আহত ইউসুফ আবদুলস্না জানান, মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী বিছানার চাদর ও বালিশের কাভার ধুয়ে ছাদের রোদে শুকাতে দেন। সন্ধ্যায় তাদের ছাদ থেকে সেসব আনতে পাঠান অপর শিক্ষক মাহদী। এ সময় ছাদের পাশে একটি কদম গাছে ফুল দেখতে পেয়ে রড দিয়ে ইমন ফুল সংগ্রহ করার সময় পাশে থাকা বিদু্যতের তারে বিদু্যতায়িত হয়। এতে তার পুরো শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় ইমনের।

ইমনকে বাঁচানোর চেষ্টা করে বিদু্যতায়িত হয়ে আহত হয় ইউসুফ আবদুলস্না।

মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে পরে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখব। শিক্ষার্থী মৃতু্যর ঘটনার পর স্থানীয়দের সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসাটি আপাতত বন্ধ রয়েছে।

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের নিকলীতে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে নৌ ও নিকলী থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে ফকিরের বন ঘোড়াউত্রা নদীর একটি খালের মুখ থেকে লাশটি উদ্ধার হয়। এ ব্যাপারে মঙ্গলবার নিকলী থানায় একটি অপমৃতু্য মামলা রুজু করেছে পুলিশ।

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের ওসমানীনগরে ডোবা থেকে ফারুক মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার উছমানপুর ইউপির মাধবপুর গ্রামের আজিম মিয়ার বাড়ির পাশের ডোবা থেকে পুলিশ ফারুক মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ফারুক উপজেলার উছমানপুর ইউপির মাধবপুর গ্রামের মৃত আছাব মিয়ার ছেলে ও মাদারবাজার এফইউ হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক এবং মাদারবাজার শাপলা ফার্মেসির স্বত্বাধিকারী।

জানা যায়, রোববার এশার নামাজের পর মাদারবাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান শাপলা ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ফারুক। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের আজিম মিয়ার বাড়ির পাশে রাস্তার ধারে ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ এতে লাশ উদ্ধার করে। এ সময় নিহত ফারুক মিয়ার নাক, মুখ, চোখ ও কান দিয়ে রক্ত পড়ছিল এবং দুই চোখের পাতার ওপরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ঘটনাটি হত্যা না অন্য কিছু ময়না তদন্তের পর জানা যাবে।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে পানিতে ডুবে আসমাউল (১৫) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করার সময় এ মৃতু্যর ঘটনাটি ঘটে। আসমাউল শিশিরপাড়া গ্রামের আনারুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, আসমাউল প্রতিদিনের ন্যায় কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ডাঙ্গায় ওঠার সময় হঠাৎ পা পিছলে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা ছেলেরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির জেরে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী এশাদ মিয়া (৩৮)। তিনি উপজেলার আগানগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী রাজিয়া বেগম বলেন, 'কয়েক মাস আগে একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ও সুদে আরও ১০ হাজার টাকা তুলেছি। সেই টাকার কিস্তির জন্য রোববার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি রাগ করে বাড়ি থেকে বের হন। রাতেও বাড়িতে আসেননি। পরদিন সকালে জানতে পারি তিনি পান বাজারের পাশে অসুস্থ হয়ে পড়ে আছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিষপানে মারা গেছেন বলে জানান।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে