বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দুঃসময় আ'লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে : মেয়র লিটন

রাজশাহী অফিস
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
রাজশাহীতে প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান পরিস্থিতে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন -যাযাদি

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুঃসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সবার জন্য দোয়া করবেন।'

মঙ্গলবার রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক মেয়র এসব কথা বলেন।

খাদ্যসামগ্রীর প্রতিটি পকেটে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সিনিয়র সদস্য শামসুজ্জামান আওয়াল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে