বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

রাউজান পৌরসভায় ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
চট্টগ্রামের রাউজানে নাগরিক ও সুধীসমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ -যাযাদি

চট্টগ্রামের রাউজান পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত নাগরিক ও সুধীসমাবেশে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব খাতসমূহ থেকে আয় ধরা হয়েছে ১১ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৬৬৩ টাকা। অবশিষ্ট আয়ের টাকার উৎস করা হয়েছে সরকারের উন্নয়ন সহায়তাসহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রকল্প খাতে মঞ্জুরি দান থেকে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে নিজস্ব খাত থেকে ৯ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা ও সরকারসহ অন্যান্য সংস্থার সহায়তা থেকে ১৭১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা।

বাজেট সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন- রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে