বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বাবা লাপাত্তা, সংসার চালাতে অটো চালায় অষ্টম শ্রেণির ছাত্র ফয়সাল

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
বাবা লাপাত্তা, সংসার চালাতে অটো চালায় অষ্টম শ্রেণির ছাত্র ফয়সাল

মাকে সংসার চালাতে সহযোগিতা করার জন্য ব্যস্ততম প্রধান সড়কে ঝুঁকি নিয়ে অটোরিকশা চালাতে হচ্ছে অষ্টম শ্রেণির ছাত্র শিশু ফয়সালকে। তার মামাবাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতবদী বটতলা এলাকায়। বাবা বর্তমানে কোথায় থাকে, তাও সে বলতে পারে না। ছোটবেলায় বাবা তাকেসহ তার মাকে তার মামার বাড়িতে ফেলে রেখে চলে যায়। এরপর থেকে মায়ের পরিশ্রমে আর আদরশাসনেই বড় হচ্ছে ফয়সাল।

দরিদ্র ও স্কুলপড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক অটোচালক ফয়সালকে পাওয়া যায় আড়াইহাজার পৌরবাজারে প্রধান সড়কে অটোরিকশা চালানো অবস্থায়। তার ছবি তুলতে গেলে অনেকটা ভয় পেয়ে যায় সে। বলে, 'স্যার, ছবি তুইলা আমারে পেপারে দিয়েন না। আমি লেখাপড়া করি। পেটের দায়ে মাকে সহযোগিতা করার জন্য অটো চালাই।' কিন্তু পরে যখন বলা হলো, এতে তার কোনো ক্ষতি হবে না, তখন আর আপত্তি করেনি। ফয়সাল জানায়, তার মায়ের বিয়ে হয়েছিল নিজ গ্রামেরই ফারুক নামে এক লোকের সঙ্গে। কিন্তু শিশু বয়সে তাকে তার মায়ের সঙ্গে মামাবাড়িতে ফেলে রেখে পিতা ফারুক নিরুদ্দেশ হয়ে যান। তার কোনো ভাইবোনও নেই। তার পিতা পরে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে অন্যত্র সংসার করছেন কিনা, তাও সে বলতে পারে না।

ফয়সাল জানায়, সে উপজেলার সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে। তার রোল নম্বর ৭। এ হিসেবে নিঃসন্দেহে সে একজন ভালো ছাত্র। কেবল মাকে সংসার চালাতে সহযোগিতা করার দায়ে পড়ে সে স্কুলের আগে এবং পরে অটোরিকশা নিয়ে রোজগারের জন্য রাস্তায় বের হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে