বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জাতীয় শোক দিবস ও বঙ্গমাতার জন্মবার্ষিকী পালনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসসহ নানা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান -যাযাদি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপন এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মো. বিলস্নাল হোসাইন, ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার। সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদদূসসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক এবং সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে