রামগতিতে সালিশি বৈঠকে মারামারিতে একজন নিহত, আহত ৪

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা রামদয়াল বাজারে সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মারামারিতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তি হচ্ছেন রামদয়াল আবদুল হাদী কলেজের অফিস সহকারী নুরনবী শের আলী (৫৯)। আহতরা হচ্ছেন- নিহত নুরনবীর ছেলে আশ্রাফুল আলম (২৭), ভাই সাহাব উদ্দিনের ছেলে মিলন বেপারী (৫৩), আবদুল ওয়ারেছ (৪০) এবং নাঈমুর রহমান (৩০)। এরা সবাই চর মেহার গ্রামের একই বাড়ির বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রামদয়াল আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, মিলন বেপারী ও পার্শ্ববর্তী মনিরের ছেলেদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। ওই ঘটনা মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য বাহাউদ্দীন, মহিলা মেম্বারের প্রতিনিধি নুরে আলম জন্টু এবং সমাজসেবক জাবেদ আমিন রাসেলকে নিয়ে বসেন। এ সময় বাইরে নুরনবীর ছেলে আশ্রাফুল আলমের সঙ্গে মনিরের ছেলেদের তর্কবিতর্ক চলছিল। বৈঠক থেকে নুরনবী উঠে গিয়ে থামাতে চেষ্টা করলে মনিরের ছেলেরা তাকে আঘাত করে। পরে নুরনবীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রামগতি থানার ওসি মোছলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় প্রতিপক্ষের দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় পুলিশ গিয়ে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মারামারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখনও মামলা হয়নি।