সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ৩০ জুলাই ২০২৪, ০০:০০
প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহার
ম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতিতে বেকার হয়ে যাওয়া ৫০ হাজার অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। রোববার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সময়ে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মো. ইউনুস, আবুল খায়ের, কাউন্সিলর মো. রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাইসাইকেল বিতরণ
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রছাত্রীদের মধ্যে সোমবার নগদ টাকা ও সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও ১২টি পরিবারকে বসবাস করার জন্য ১২টি ঘর প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ। এ সময় উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রছাত্রীদের মধ্যে ৩৩টি সাইকেলসহ মোট ৫২ লাখ ৫০০ টাকা বিতরণ করা হয়। এছাড়াও ১২টি পরিবারকে বসবাস করার জন্য ১২টি ঘর প্রদান করা হয়।
খাবার বিতরণ
ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নিদের্শনায় কর্মহীন শ্রমজীবীদের মধ্যে খাবার বিতরণ করেছেন সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। সোমবার দুপুরে পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রমে ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মশিউর রহমান রানা, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক নিপুন আনোয়ার কাজল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম মন্ডল, ২নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল চপল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখনসহ অন্যরা।
সভা অনুষ্ঠিত
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার রাকিবুল হাসান, মৎস্য অফিসার মো. তরিকুল ইসলাম, সাবেক কমান্ডার শাহ মো. আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার।
সনদ প্রদান
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব চেক ও সনদ বিতরণ করেন কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপস্নব হাসান পলাশ। উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু।
চেক বিতরণ
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উপকারভোগীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে পলিস্ন কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) এলজিডির বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ. ডি. এম শহিদুল ইসলাম। উপজেলা প্রকৌশলী শুভ বসাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নাজমুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার, ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, মো. নূরনবী, সাইফুল আলম মুরাদ, হাজী আলী আশরাফ, জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
খাদ্য সহায়তা
ম রাজশাহী অফিস
প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান পরিস্থিতে নিম্নআয়ের অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকালে সাহেববাজার জিরোপয়েন্টে সাত শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। প্রত্যেকের জন্য খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন রাসিক মেয়র লিটন।
এ সময় রাজশাহী-২ (সদর) আসনের এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল
ম গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর প্রেস ক্লাবের ২০২৪-২৫ খ্রি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৯ জুলাই ভোটার তালিকা প্রকাশ, ৩১ জুলাই হতে ১ আগস্ট মনোনয়নপত্র ও ভোটার তালিকা বিতরণ, ৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ৭ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার ও ৮ আগস্ট চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা এবং আগামী ১৭ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাংবাদিক বেলাল হোসেন (প্রধান নির্বাচন কমিশনার) ও বায়েজীদ হোসেন এবং পলাশ চন্দ্র মলিস্নক (নির্বাচন কমিশনার)।
বালু জব্দ
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় প্রায় ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে। রোববার রাতে লেংগুড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও আসাদুজ্জামান। পরে ভোর ৫টার দিকে লেংগুড়া পশ্চিমবাজার এলাকায় নিলাম ডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাকে ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন পিআইও কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, কলমাকান্দা প্রেস ক্লাবের সদস্য সচিব কামাল পাশা, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু প্রমুখ।
সর্বোচ্চ নিলাম ডাক দেওয়া লেংগুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমানের কাছে ভ্যাট-আয়করসহ ১৮ লাখ টাকায় জব্দকৃত ওই বালু বিক্রি করা হয়।
চেক বিতরণ
ম পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা তহবিল হতে অসহায় মানুষের মধ্যে চেক বিতরণ করেছেন স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত রোববার এই চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রাজিবুল হক রাজিব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুজা, প্রধান শিক্ষক ফজের আলী প্রমুখ।
ওষুধসহ চিকিৎসাসেবা
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মলিস্নক পিংকি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ ওষুধ প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ণ মলিস্নক রাজের পৃষ্ঠপোষকতায় সোমবার ফাউন্ডেশন কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায়। উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক প্রদীপ মন্ডল, ফাউন্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহ-সভাপতি পরিতোষ শিকদার, ধনিন্দ্রনাথ সমাদ্দার, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত মন্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, নির্বাহী সদস্য অতিন্দ্রনাথ বিশ্বাস, সুরেশ কুমার মজুমদার প্রমুখ। চিকিৎসা সেবা দেন খুলনা থেকে আগত ডা. মো. সাফুজ্জামান ও ডা. হাসনা আক্তার মিমি।
প্রতিবাদ সভা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
সম্প্রতি সারাদেশে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রোববার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন বাজার ও আমরিতলা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক এম এ কাওসার, মাহমুদুল হাসান সজিব, উপজেলা যুবলীগ সদস্য প্রভাষক আতিকুর রহমান, রসুলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছালাম উদ্দিন মাস্টার প্রমুখ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সজিব বলেন, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি বলেই ইতঃপূর্বে গফরগাঁওয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইনশাআলস্নাহ ভবিষ্যতেও ঘটবে না। উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ বলেন, 'কোটা আন্দোলনের মতো আর কোনো আন্দোলনের মাধ্যমে যাতে বিএনপি-জামায়াত-জঙ্গিরা অপরাজনীতি করতে না পারে, সে জন্য যুবসমাজকে সজাগ থাকতে হবে। গফরগাঁওয়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব দুষ্কর্মের বিরুদ্ধে লড়াই করবে।'