বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি

পটুয়াখালীর দুই শতাধিক নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
পটুয়াখালীর বিপাকে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্স'র সভাপতি আবুল কালাম আজাদ -যাযাদি

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী বিশৃঙ্খল পরিবেশের কারণে পটুয়াখালীর বিপাকে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবুল কালাম আজাদ। এ সময় দি পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান (বাপ্পি), দেলোয়ার হোসেন আকন, মো. ফারুক মৃধা, মো. জামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় চেম্বার অব কমার্স সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'দেশের কারফিউ চলাকালীন সময়ে সল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি এবং পরিস্থিতি বিবেচনা করে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে